Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তাদের: ড. ইউনূস

জগন্নাথপুর২৪ ডেস্ক::

‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। তারা এটা (ভোট) করতে চায় কিনা, সেই সিদ্ধান্ত তাদেরই (আওয়ামী লীগ) নিতে হবে। আমি তাদের হয়ে এই সিদ্ধান্ত নিতে পারি না’। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিবিসির দক্ষিণ এশিয়া সংবাদদাতা সামিরা হুসেইনের নেওয়া সাক্ষাৎকারটি আজ বৃহস্পতিবার বিবিসিতে প্রকাশিত হয়েছে। ঢাকায় সরকারি বাসভবন যমুনায় বসে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনে কারা অংশ নেবে, তা নির্বাচন কমিশন ঠিক করবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে বলা হলে মুহাম্মদ ইউনূস ‘হতভম্ব’ হয়ে পড়েছিলেন জানিয়ে তিনি বলেন, ‘আমার ধারণা ছিল না যে আমি সরকারের নেতৃত্ব দেব। আমি আগে কখনও সরকার চালাইনি। অথচ আমাকেই প্রয়োজনীয় কাজগুলো করতে হবে। আগে কখনও সরকার যন্ত্রের কোনো অংশ চালাইনি এবং সেই দায়িত্বই তখন কাঁধে এলো। দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ও অর্থনীতি ঠিক করাই দেশের জন্য অগ্রাধিকার ছিল জানিয়ে বলেন, এসব ঠিক হওয়ার পরে আমরা সংগঠিতভাবে কাজ শুরু করি।

ড. ইউনূস বলেন, শান্তি, শৃঙ্খলা ও অর্থনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ভেঙে চুরমার হয়েছে অর্থনীতি, বিধ্বস্ত অবস্থা। এটা এমন যেন ১৬ বছর ধরে কিছু ভয়ংকর টর্নেডো বয়ে গেছে। আমরা টুকরোগুলো তুলে জড়ো করার চেষ্টা করছি।

আগামী নির্বাচন নিয়ে তিনি বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তার সরকার কত দ্রুত প্রাতিষ্ঠানিক সংস্কার করতে পারে তার ওপর নির্ভর করে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে নির্বাচন করবেন। আমাদের চাওয়া যদি দ্রুত সংস্কার করা যায়, তাহলে ডিসেম্বরেই আমাদের নির্বাচন হবে। আর যদি সংস্কার দীর্ঘতর হয়, তবে আমাদের আরও কয়েক মাস সময় লাগতে পারে।

বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিতে আসছেন- এমন ঘোষণায় গত ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের অনেকের বাড়িঘরে ভাঙচুর হয়। ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। দলটি দাবি করছে, বাংলাদেশ তাদের জন্য ‘নিরাপদ নয়’। এ বিষয়ে জানতে চাইলে ড. ইউনূস বলেছেন, দেশে আদালত রয়েছে, আইন রয়েছে, থানা রয়েছে- তারা সেখানে গিয়ে অভিযোগ জানাতে পারে, অভিযোগ নথিভুক্ত করতে পারে। কেবল বিবিসির সাংবাদিকের কাছে অভিযোগ করলেই হবে না, আপনাকে থানায় গিয়ে অভিযোগ জানাতে হবে এবং দেখুন আইন তার পথে রয়েছে কিনা।

গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে হওয়া সহিংস বিক্ষোভের কথা উল্লেখ করে মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা সম্পূর্ণ বিশৃঙ্খলা থেকে এসেছি। তখন মানুষকে গুলি করা হচ্ছিল, হত্যা করা হচ্ছিল।’ কিন্তু প্রায় সাত মাস চললেও ঢাকার মানুষ বলছেন, আইনশৃঙ্খলা এখনও পুনরুদ্ধার হয়নি। পরিস্থিতি ভালো হচ্ছে না। এ প্রসঙ্গে মুহাম্মদ ইউনূস বলেন, ‘ভালো একটি আপেক্ষিক শব্দ। উদাহরণস্বরূপ আপনি যদি গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করেন, তাহলে তা ঠিক আছে।’ মুহাম্মদ ইউনূস বলেন, ‘এখন যা ঘটছে, তা অন্য সময়ের চেয়ে ভিন্ন কিছু নয়।’ বাংলাদেশের বর্তমান দুর্দশার জন্য আগের সরকারকে দায়ী করেন মুহাম্মদ ইউনূস।

মুহাম্মদ ইউনূস বলেন, ‘এসব জিনিস ঘটুক, তা আমি সমর্থন করছি না। আমি বলছি, আপনাকে বিবেচনা করতে হবে, আমরা একটি আদর্শ দেশ বা একটি আদর্শ শহর নই, যা আমরা হঠাৎ করে তৈরি করেছি। এটা আমাদের দেশের একটি ধারাবাহিকতা, যা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। বহু বছর ধরে দেশের এই ধারাবাহিকতা চলে আসছে।’

ট্রাম্প প্রশাসনের বিদেশি সহায়তা কমানোর সিদ্ধান্ত এবং ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অর্থায়নের প্রায় সব কর্মসূচি বন্ধ করার সিদ্ধান্ত বাংলাদেশের মতো দেশগুলোর ওপর প্রভাব ফেলবে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রধান উপদেষ্টা বলেন, এটা তাদের সিদ্ধান্ত। ওই সহায়তা যে কাজে লাগছিল, সে কথা তুলে ধরে তিনি বলেন, তারা যেটা করছিল, সেটা আমরাই করতে চেয়েছিলাম, যেমন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা। কিন্তু সেই সক্ষমতা তো আমাদের ছিল না।
সুত্র সমকাল

Exit mobile version