Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নির্বাচনে অপরাধীরা যেন স্থান না পায়: বদিউল আলম

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের মতো কোন অপরাধী যেন স্থান না পায়। মঙ্গলবার বেলা ১১ টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে আরএফইডি সদস্যদের সাথে আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দোষী সাব্যস্তরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এবং নির্বাচনে পোস্টার ব্যবহার না করার সুপারিশ করা হয়েছে।

বদিউল আলম মজুমদার বলেন, কাউকে নির্বাচন থেকে দুরে রাখতে নয়; নির্বাচন ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতেই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সুপারিশ করেছে। নির্বাচন কমিশনের ক্ষমতা ক্ষুণ্ন করা হয়নি বরং এ সংস্থার ক্ষমতায়নে বিভিন্ন প্রস্তাব দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।

তিনি আরও বলেন, যারা দেড় হাজার মানুষ হত্যাকারী, গুমকারী, গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা আবার দেশ শাসন করুক তা অধিকাংশ মানুষ চায় না। সেজন্য তাদের নির্বাচনের বাইরে রাখতে সুপারিশ করা হয়েছে।

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৪ মাসের মধ্যে জাতীয় ও স্থানীয় নির্বাচন সম্ভব।
সুত্র আমার দেশ

Exit mobile version