Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নির্বাচনের প্রস্তুতি শুরুর তাগিদ শেখ হাসিনার

জগন্নাথপুর২৪ ডেস্ক;;

জাতীয় নির্বাচনের প্রস্তুতি জোরালোভাবে শুরু করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের তাগিদ দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘অন্যান্য দল যা-ই করুক, আমরা এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেব।

গতকাল মঙ্গলবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় দলীয় প্রধান এসব কথা বলেন। সভায় উপস্থিত একাধিক নেতা কালের কণ্ঠকে এমনটাই জানিয়েছেন।

 

আওয়ামী লীগের সূত্রগুলো জানায়, সভায় শেখ হাসিনা নির্বাচনের জন্য দলীয় প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়ে বলেন, কভিডের কারণে দলের তৃণমূলের সম্মেলন যথাযথভাবে করা যায়নি। কভিড পরিস্থিতির কারণে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি বিধি-নিষেধ চলবে। এরপর দলের তৃণমূলের সম্মেলন শুরু করতে হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আপনারা যে সাংগঠনিক জেলাগুলোর দায়িত্বে আছেন, সেখানে নিয়মিত যোগাযোগ রাখবেন। সংগঠন গোছানোয় ভূমিকা রাখবেন। ’

শেখ হাসিনা দলের নেতাদের বলেন, তৃণমূলে সম্মেলনের মাধ্যমে গ্রহণযোগ্য নেতাদের সামনে আনতে হবে। দলের মধ্যে যেসব আগাছা আছে, তা নির্বাচনের আগেই উপড়ে ফেলতে হবে।

 

সভার সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘আগামী নির্বাচনে আশা করি জনগণ আমাদের ভোট দেবে। কারণ একটা দেশকে আমরা বদলে দিয়েছি। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে; জনগণের ওপর আমাদের আস্থা আছে। ’

শেখ হাসিনা বলেন, ‘করোনা সংকটে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ দিয়ে দেশের অর্থনীতিকে আমরা স্থিতিশীল রেখেছি। বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৯৪ শতাংশ এবং মাথাপিছু আয় দুই হাজার ৫৯১ মার্কিন ডলার। ’

 

Exit mobile version