পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরে এক নির্বাচনি সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় হারুন বিলোর নামে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) একজন প্রভাবশালী প্রার্থীসহ ১৩ জন প্রাণ হারিয়েছেন।
আত্মাঘাতী ওই হামলায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। হারুন বিলোর ওই প্রদেশের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা বশির বিলোরও ২০১২ সালে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন।
তালেবান উগ্রবাদীদের কঠোর সমালোচনাকারী ওই রাজনীতিক ঘোষণা দিয়েছিলেন, তার দল জয়ী হলে তালেবানের মতো উগ্র জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন।
আগামী ২৫ জুলাই পাকিস্তানে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনকে সামনে রেখে ওই নির্বাচনি জনসভার আয়োজন করা হয়েছিল। নির্বাচনকে সামনে রেখে দেশে সন্ত্রাসী হামলা হতে পারে বলে পাকিস্তানের সেনা মুখপাত্র এক ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার পেশোয়ারে ওই হামলা হয়।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের নগর পুলিশ প্রধান কাজি জামিল বলেছেন, আত্মঘাতী বোমা হামলায় রাজনীতিবিদ হারুন বিলোরসহ ১৩ জন নিহত ও অন্তত ৫৪ জন হয়েছেন। আহতদের মধ্যে হারুন বিলোর ১৬ বছর বয়সী এক ছেলেও রয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, হারুন বিলোরকে লক্ষ্য করেই আত্মঘাতী হামলাটি চালানো হয়েছে। কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও তালেবান গোষ্ঠী বিগত বছরগুলোতে পেশোয়ারে এ ধরনের অসংখ্য হামলা চালিয়েছে।