নির্ঝরিণীর জ্বালা || আব্দুল মতিন
অগুণিত প্লবগের উল্লাসে মেতেছে চারিদিক | বর্ষার কবিতা করে তারা পাঠ |মেঘফুল ঝরে পরে ঘাসের বুকে |
বিরহিণী ডাহুকী সারারাত জপেছে কক,কক, কুয়া,কুয়া | আগন্তক ছানাকে শুনিয়েছে জন্মের বিষাদ |
শ্বেত ফোটায় ভিজে যাওয়া হলদে ষোড়শী হাসে কদমের ডালে | জলদ বর্ষায় নির্ঝরিণীর বাড়ে জ্বালা |
ফসলের মাঠে কী অদ্ভূত মানচিত্র | জেগে উঠে ডুবে যাওয়া সবুজ পালক | মৃত্তিকার প্রতি কী প্রগাঢ় বিশ্বাস!
কোলাহল ও প্রিয়জন ছেড়ে লুকায় যাঁরা |মাটির অন্ধকারে মিশে যায় সাথে নিয়ে ছায়া | এই গ্রহে কোনদিন আর ফিরেনা,ফিরবেনা |