যুক্তরাজ্য প্রতিনিধি: টিউলপের নিবাচনী প্রচারনায় অংশ নিতে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সিলেট ২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী রোববার লন্ডনে এসে পৌছেছেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ হিথ্রো বিমান বন্দরে তাঁকে স্বাগত জানান। শফিকুর রহমান চৌধুরীর সাথে তার সফর সঙ্গী হিসাবে রয়েছন বিশ্বনাথ থানা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব পংকি খান।
লন্ডেন অবস্থানকালে শফিক চৌধুরী তার বড়ভাই মরহুম আতাউর রহমান চৌধুরীর স্মরণে নাগরিক শোক সভায় যোগদান ছাড়া বি্রটেনে আগামী সাধারণ নির্বাচনে লেবার দলীয় প্রাথর্ীদের পক্ষে কাজ করবেন।
তাছাড়া বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানি নগর এলাকার ব্রিটেন প্রবাসিদের সাথে ও মতবিনিময় করবেন।
হীথরো বিমান বন্দরে স্বাগত জানাতে অন্যান্যদের মধে্য উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা শাহ আজিজুর রহমান, সাজ্জাদ মিয়া, শাহ শামীম আহমদ, তারিফ আহমদ, সুজন মিয়া, এলাইছ মিয়া, মইনুল হক, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সায়াদ আহমদ সাদ, সাধারণ সম্পাদক ছানু মিয়া, তরুণলীগ সভাপতি জুবায়ের আহমদ, ছাত্রলীগ সহসভাপতি সারওয়ার কবির প্রমুখ।
Sent from my iPhone
Leave a Reply