হাবিবুর রহমান হাবিব:: নিউ ইয়র্কের হোটেল ওয়ালড্রফ এ্যাস্টোরিয়ায় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতিসংঘের সাধারণ অধিবেশন যোগদান উপলক্ষে বর্তমানে তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালের দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
বৈঠকের পরই ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের টুইটারে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠকের একটি ছবি শেয়ার করা হয়েছে। টুইটে লেখা হয়েছে, ‘প্রতিবেশী এবং একজন মূল্যবান বন্ধুর সঙ্গে বৈঠকের পর.. ।’