Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নিউজিল্যান্ডে নিহতদের স্মরণে নিরবতা, রাষ্ট্রীয় রেডিও-টিভিতে আজান প্রচার

জগন্নাথপুর২৪ ডেস্ক ::
গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পূর্ন হল। হামলার পরবর্তী শুক্রবারে সেই মসজিদে মুসল্লিদের ঢল নামে। এ সময় মুসলিমদের সঙ্গে সংহতি প্রকাশ করে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে আজান এবং জুমার নামাজ রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিওতে সরাসরি সম্প্রচার করা হয়েছে। একইসঙ্গে রাষ্ট্রীয়ভাবে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট নীরবতাও পালন করেছে নিউজিল্যান্ডের মানুষ। এমনকি রেডিও, টেলিভিশনেও দুই মিনিট সম্প্রচার বন্ধ রাখা হয়। ওই হামলায় শোক প্রকাশ করে আজ আল নুর মসজিদের কাছে হেগলি পার্কে কয়েক হাজার মানুষ সমবেত হয়েছেন। সেখানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নও। মুসলিম সম্প্রদায়কে উদ্দেশ করে তিনি বলেন, নিউজিল্যান্ড আপনাদের দুঃখে ব্যাথিত।
জুমার নামাজের ইমামতি করেন ইমাম গামাল ফৌদা।
ওই সময় তিনি বলেন, বন্দুকধারী বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয় ভেঙে দিয়েছে। আজ একই জায়গা থেকে তাকিয়ে মানুষের ভালোবাসা ও সহানুভূতি দেখতে পাচ্ছি। আমাদের হৃদয় ভেঙেছে. কিন্তু আমরা ভেঙে পড়িনি। আমরা বেঁচে আছি, আমরা একসঙ্গে আছি। আমাদের মধ্যে বিভক্তি আনতে দেব না কাউকে। আজকেই গত শুক্রবার নিহত সবাইকে একসঙ্গে দাফন করা হবে।
সৌজন্যে মানব জমিন

Exit mobile version