জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বাংলাদেশের দুই কিংবদন্তি কন্ঠ শিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন এক মঞ্চে সুরের জাদুতে আচ্ছন্ন করবেন নিউইয়র্কে সংগীত পিপাসুদের মন। দেশের বাইরে দেশ সেরা এই দুই গানের পাখির প্রথমবারের মতো একই মঞ্চে সংগীত পরিবেশন। আগামী ১৫ মে রোববার নিউইয়র্কের জ্যামাইকার ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এই গ্র্যান্ড কনসার্ট। আয়োজনের সকল প্রস্তুতি সফলভাবে এগিয়ে চলছে বলে জানান শো-টাইম মিউজিক অ্যান্ড প্লের সিইও আলমগীর খান।
ব্যতিক্রমী এই কনসার্টকে কেন্দ্র করে নিউইয়র্কসহ এর আশপাশের রাজ্যগুলোতেও গান পাগল শ্রোতাদের মধ্য ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন কখন স্টেজে প্রিয় শিল্পী রুনা লায়লা তার হাতের আঙুল শৈলী দেখিয়ে গেয়ে উঠবেন, আমি শিল্পী তোমাদেরই গান শোনাব, তোমাদেরই মন ভরাব। সেই সঙ্গে আরেক কোকিলকণ্ঠি সাবিনা ইয়াসমীন একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার গেয়ে দেশাত্মবোধক প্রবাস বুকে ঝাঁকুনি দেবেন।
কনসার্টের প্রবেশ মূল্য ৫০ ও ১৫০ ডলার বলে জানান আয়োজকেরা।
Leave a Reply