জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: অধিনায়ক নাসির হোসেনের ক্যারিয়ার সেরা বোলিং নৈপুণ্যে চিটাগাং ভাইকিংসকে ১০ উইকেটে হারিয়েছে সিলেট সিক্সার্স।
রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট। মাত্র ১২ ওভারে চিটাগাং সবকটি উইকেট হারায় ৬৭ রানে। জবাবে ১১.১ ওভারে জয়ের লক্ষে পৌঁছায় সিলেট।
সিলেটের হয়ে ব্যাট হাতে রিজওয়ান ৩৬ ও ফ্লেচার ৩২ রানে অপরাজিত থাকেন।
এরআগে, ইনিংসের প্রথম ওভার করতে এসে টানা ৪ ওভার বোলিং করে ৩১ রান খরচায় নাসির নেন ৫ উইকেট। চিটাগংয়ের হারানো প্রথম ৬ উইকেটের ৫টিই নাসিরের। টি-টোয়েন্টিতে এটাই তার ক্যারিয়ারসেরা বোলিং।
টুর্নামেন্টে ১০ ম্যাচে ১১ উইকেট নিলেন এ অলরাউন্ডার।
সিলেটের হয়ে নাবিল সামাদ ৩ ও শরীফুল্লাহ ২ উইকেট নেন। চিটাগংয়ের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন ইরফান শুক্কুর। লুইস রিচ ১২ ও স্টেইন ভ্যান জিল করেন ১১ রান।
এজয়ের মধ্য দিয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রাখল সিলেট। সিলেট সিক্সার্সের শেষ ম্যাচ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। সেই ম্যাচটিও যদি জিততে পারে দলটি, তা হলে শেষ চারে যাওয়ার সম্ভাবনা টিকে থাকবে। তবে অবশ্যই তাদের জয়ের পাশাপাশি শেষ দুটি ম্যাচেই হারতে হবে রংপুর রাইডার্সকে।