Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নাশকতার মামলায় খালাস পেলেন জগন্নাথপুরের জামাল উদ্দিন বেলাল ও আলী আহমদ

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জর জগন্নাথপুরে পুলিশের দায়ের করা নাশকতা ও বিস্ফোরক মামলা থেকে খালাস পেয়েছেন
বিশিষ্ট ব্যবসায়ী নলুয়া হাউজিং এস্টেট লি: এর চেয়ারম্যান সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল ও শিক্ষক আলী আহমদ।
আজ বুধবার সুনামগঞ্জ জেলা জজ আদালত মামলাটি খারিজ করেন দেন।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ জেলা জজকোর্টের এপিপি অ্যাডভোকেট আবুল বাশার জানান,
গত ২০জুলাই জগন্নাথপুর থানার এস আই আফসর উদ্দিন বাদী হয়ে জামায়াত বিএনপির ৩৬ জন আসামীর নাম উল্লেখ করে দায়ের করেন। পরে ২২ জুলাই জগন্নাথপুর থানার তৎকালিন ওসি আমিনুল ইসলাম, এস আই সাব্বির আহমেদ ও এস আই সজিব আহমদের নেতৃত্বে একদল পুলিশ বিকালে জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন বেলালকে তার ব্যবসা প্রতিষ্ঠান ওয়াল্টন শো–রুমের ক্যাশ টেবিল থেকে অন্যায় ভাবে জোরপূর্বক গ্রেফতার করে। পৃথক আরেক অভিযানে ডিভি পরিচয় দিয়ে গভীর রাতে মাদরাসা শিক্ষক আলী আহমদকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামীদের খালাস দিয়েছেন।
মামলা থেকে অব্যাহতি পাওয়া জামাল উদ্দিন বেলাল জানান, ফ্যসিবাদি আওয়ামী লীগের কিছু দৃস্কৃতিকারীদের ষড়যন্ত্রের পুলিশ মিথ্যা ও সাজানো মামলায় আমাকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে॥ এই সময় পরিবারের কোন সদস্যেকে দেখা করতে দেয়া হয়নি।
তিনি জানান, ১৬ দিন কারাভোগ করার পর মহামান্য রাষ্ট্রপতির নির্বাহী নির্দেশে মুক্তি পাই॥ আজ মামলাটি খারিজ হয়ে যাওয়ায়  আমিসহ ৪০ জন আসামী অব্যাহতি পেয়েছি।
Exit mobile version