স্টাফ রিপোর্টার -বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ‘ধ্বংসাত্মক কর্মকাণ্ডের’ প্রতিবাদে আওয়ামীলীগ নেতৃত্বাধীন ১৪ দলের উদ্যোগে সারা দেশের ১২টি জেলায় পদযাত্রা ও জনসভা কর্মসূচি আজ থেকে শুরু হবে। এ কর্মসূচি আগামী ১০ ও ১১ই মার্চ পর্যন্ত চলবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ জানিয়েছেন, দলের ৪ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আহমদ হোসেন, বীর বাহাদুর ও বি এম মোজাম্মেল হককে সমন্বয়ক করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের ৪টি টিমে ভাগ করে পদযাত্রা ও জনসভা কর্মসূচি পালন করা হবে। আজ সিরাজগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, ১০ই মার্চ বগুড়া, মানিকগঞ্জ, নোয়াখালী, ঝিনাইদহ, ১১ই মার্চ গাইবান্ধা, মুন্সীগঞ্জ, ফেনী ও যশোরে এ কর্মসূচি পালিত হবে। বিভিন্ন জেলায় পদযাত্রা ও জনসভা কর্মসূচিতে সংশ্লিষ্ট জেলার আওয়ামী লীগ, স্থানীয় ১৪ দলসহ সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আওয়ামী প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
Leave a Reply