আল-হেলাল,সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ ৪ নির্বাচনী এলাকা বিশ্বম্ভরপুর ও সদর উপজেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য সাংবাদিক এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ নারী শিক্ষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহবাণ জানিয়েছেন। তিনি বলেছেন, দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে মাতৃশিক্ষার উন্নয়নকে প্রাধান্য দিতে হবে। এলক্ষ্যে শুধু বালিকা বিদ্যালয় বা মহিলা কলেজই নয় পর্যাপ্ত পরিমান মহিলা মাদ্রাসাও গড়ে তুলতে হবে। নারী শিক্ষার উন্নয়নে মাদ্রাসার ভূমিকাকে মূল্যায়ন করতে হবে। ১০ জানুয়ারী রবিবার সুনামগঞ্জ পৌরসভার আপ্তাবনগর আবাসিক এলাকাধীন হযরত খাদিজাতুল কুবরা (রাঃ) ইসলামিয়া বালিকা মাদ্রাসার ১৮ তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। হযরত মাও.শায়েখ আব্দুল করিমের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রিন্সিপাল মাও.এমদাদুল হকের পরিচালনায় মাদ্রসা মাঠে অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা হিসাবে বয়ান করেন মোফাস্সিরে কোরআন হযরত মাও. তাফাজ্জুল হক আজিজ ঢাকা। বক্তব্য রাখেন মদনীয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাও.আব্দুল বছির, কাজির পয়েন্ট জামে মসজিদের ইমাম হযরত মাও.হারুন রশিদ, হযরত মাও.ছাদিকুর রহমান দিরাই, হাফিজ আতাউর রহমান লস্কর, হযরত মাও.মোর্শারাফ হোসাইন, হাফিজ মাও. জুবায়ের আহমদ মতিনীসহ স্থানীয় আলেম ওলামাগন। এসময় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড.শামছুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলীনুর, সাবেক কমিশসার মোঃ সমরাজ মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এমপি মিসবাহ আপ্তাবনগর হযরত খাদিজাতুল কুবরা (রাঃ) ইসলামিয়া বালিকা মাদ্রাসার উন্নয়নের জন্য ১ লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষনা দেন। এরপরে এমপি মিসবাহ শহরের মাইজবাড়ি পশ্চিমপাড়া মসজিদ মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলেও প্রধান অতিথির বক্তব্য রাখেন।