Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নারী ক্রিকেটারদের জন্য পুরস্কার ২ কোটি টাকা

জগন্নাথপুর২৪ ডেস্ক::ক্রিকেটের বড় সাফল্যই এসেছে মেয়েদের হাত ধরে।ক্রিকেটের বড় সাফল্যই এসেছে মেয়েদের হাত ধরে। দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্যই বলা হচ্ছে এটিকে। এশিয়া কাপ জয়ের পর বিসিবি থেকে বড় অঙ্কের পুরস্কারই পাচ্ছেন মেয়েরা।
এশিয়া কাপ জিতেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। দেশের ক্রিকেট ইতিহাসেরই সবচেয়ে বড় সাফল্য এটি। গোটা দেশ উচ্ছ্বসিত মেয়েদের এই সাফল্যে। দারুণ এই অর্জনের স্বীকৃতি মেয়েরা পাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মেয়েদের জন্য ঘোষণা করেছে ২ কোটি টাকা পুরস্কার। দলের প্রত্যেক খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা করে।
রাজধানীর একটি হোটেলে আজ আয়োজিত বোর্ড সভা ও ইফতার শেষে এই ঘোষণা দেওয়া হয়। গতকাল মালয়েশিয়ার কুয়ালালামপুরে নারী এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে শক্তিশালী ভারতকে ৩ উইকেট হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। প্রতিযোগিতার গ্রুপপর্বেও ভারতকে ৭ উইকেটে হারায় মেয়েরা। গ্রুপপর্বে পাকিস্তানও হারে বাংলাদেশের মেয়েদের কাছে।

Exit mobile version