সিন্ধু মনি সরকার রানীগঞ্জ থেকে:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল কাদেরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগতরাতে ডাকাতরা পরিবারের লোকজনকে বেধে অস্ত্রের ভয় দেখিয়ে ১০ ভরি স্বনালংরকার নিয়ে পালিয়ে যায়। এঘটনায় পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এস.আই লুৎফুর রহমান জানান, ঘটনাটি চুরির ঘটনা বলে মনে হচ্ছে। আমরা তদন্ত শুরু করেছি।