আজিজুর রহমান আজিজ:;পাগলা জগন্নাথপুর সড়কের জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। নিহত সিএনজি যাত্রী রোমান মিয়া(১৫) সিলেট লামারগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে। সে খালার সাথে নানার বাড়ি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামে যেতেছিল। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার সকালে জগন্নাথপুর উপজেলা সদর থেকে সুনামগঞ্জ শহরের উদ্যেশে ছেড়ে যাত্রীবাহী বাস ঘটনাস্থলে থাকা একটি সিএনজির সামনের চাকা খুলে গেলে সিএনজির যাত্রীরা লাফিয়ে বের হতে গেলে পেছনে থাকা যাত্রীবাহী বাস ওই শিশুকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। সিএনজির অপর যাত্রী শিশুর খালা জেনন বেগম ও খালাত্বো বোন রুনা বেগম সামান্য আহত হন।
ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার উপ-পরির্দশক রতন দেবনাথ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানোর পদক্ষেপ নেয়া হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। সড়ক দুর্ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।