Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নাঈমের টানা তিন ফিফটির পর সেঞ্চুরি

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) নিজেদের প্রথম ৩ ম্যাচেই ফিফটির স্বাদ পান নাঈম ইসলাম। সেই ৩ ইনিংসেই আক্ষেপে পুড়ে ফিরেছেন নব্বইয়ের ঘরে আউট হয়ে। আজ (বৃহস্পতিবার) চতুর্থ ম্যাচ খেলতে নেমে সেঞ্চুরি তুলে নিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটসম্যান। বিকেসপিতে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাজিক ফিগারের স্বাদ পান নাঈম।

প্রতিদিনই দায়িত্ব নিয়ে খেলে উইকেটে থিতু হচ্ছেন। সাবলীল ব্যাটিংয়ে ইনিংস বড় করছেন, ফিফটি করে এগোতে থাকেন কাঙ্ক্ষিত সেঞ্চুরির দিকে। কিন্তু নাঈমের ভাগ্য সহায় হচ্ছিল না। নব্বইয়ের ঘরে ভাগ্য দেবী যেন তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল বারবার। একবার-দুিবার নয়, টানা তিন বার নব্বইয়ের ঘরে ব্যর্থ। ফেরেন ৯১, ৯৫ আর ৯২ রান করে।

বৃহস্পতিবার বিকেএসপির ৩ নাম্বার মাঠে মুখোমুখি হয় আবাহনী-রূপগঞ্জ। আরাফাত সানির করা ইনিংসের ৪৩তম ওভারের প্রথম বলে লং অফে ঠেলে দিয়ে নাঈম পৌছে যান তিন অঙ্কে। ৯৯ বলে পাওয়া সেঞ্চুরির ইনিংসে চারের মার ছিল ১০টি ও ছয়ের মার ৩টি। এটি লিস্ট এ ক্যারিয়ারে তার ১১ নম্বর সেঞ্চুরি।

৪ চার ও ১ ছয়ে ফিফটি করছিলেন ৭১ বলে। বুঝাই যায় ধীরে ধীরে খেলেছেন। ফিফটির পরই শুরু করেন বিস্ফোরক ব্যাটিং। ৬ চার ও ২ ছয়ে মাত্র ২৮ বলে করেন পরের পঞ্চাশ রান! পরে ইনিংসের ৪৫তম ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে আউট হন ১২৪ রানে। ১০৯ বলের ইনিংসটি সাজান ১৪টি চার আর ৪টি ছয়ের মারে।

Exit mobile version