জগন্নাথপুর২৪ ডেস্ক:: নাইজেরিয়ায় একটি মসজিদে বিস্ফোরণে কমপক্ষে ২০ মুসল্লি নিহত হয়েছেন। মসজিদটির ভিতরে ও বাইরে এ বিস্ফোরণ হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, জঙ্গি গ্রুপ বোকো হারামের ঘাঁটি হলো দেশটির উত্তরাঞ্চলীয় মুবি বোরে শহর। সেখানেই এ ঘটনা ঘটে। তবে এ হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করে নি।
তবে বৃহস্পতিবার মাইদুগুরি এলাকায় একটি হামলার দায় স্বীকার করেছে বোকো হারাম। এ হামলায় নিহত হয়েছেন ৪ জন। দেশটির আদামাওয়া রাজ্যের পুলিশ কমিশনার আবদুল্লাহ ইয়েরিমা বলেছেন, স্থানীয় সময় দুপুর একটার দিকে আত্মঘাতী হামলাকারী ওই মসজিদটিতে হামলা চালায়। এতে মুসল্লিরা প্রাণভয়ে পালানোর সময় মসজিদ থেকে প্রায় ২০০ মিটার দূরে দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তিনিই জানিয়েছেন এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে এক ডজন মানুষ। উল্লেখ্য, দেশটিতে এই জঙ্গি গ্রুপটির হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩০ হাজার মানুষ। তাদের বিদ্রোহে এ পর্যন্দ দেশটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ২০ লাখ মানুষ। ২০১৪ সাল থেকে আদামাওয়া রাজ্যটি দখলে রেখেছে বোকো হারাম। কিন্তু ২০১৫ সালের শুরুর দিকে সেনাবাহিনী তাদেরকে সরিয়ে দেয়। তবে মুবি এলাকাটি ২০১৭ সালের তুলনায় শান্তিপূর্ণ ছিল। ২০১৭ সালের নভেম্বরে সেখানে এক আত্মঘাতী হামলায় নিহত হন ৫০ জন। আগামী বছর নাইজেরিয়ায় জাতীয় নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে বিদ্রোহ একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি। তিনি বোকো হারামকে উৎখাতের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন ২০১৫ সালে। তিনি আগামী নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে চান।
Leave a Reply