Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নাইজেরিয়ার মসজিদে বোমা হামলায় নিহত ৫০

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: উত্তর নাইজেরিয়ার একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। আহতদের সংখ্যা এখনো জানা যায় নি। মঙ্গলবার ভোরে মুবি’র মদিনা মসজিদে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও উগ্রপন্থী সংগঠন বোকো হারামের দ্বারা হামলাটি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের মুখপাত্র আবু বকর জানান, এই এখন পর্যন্ত এই বছরের সবচেয়ে বড় হামলা। তিনি আরো বলেন, অপরাধীকে শনাক্ত করা না গেলেও এই ধরনের হামলা কারা করতে পারে আমাদের জানা আছে।

উল্লেখ্য, দেশটিতে এই পর্যন্ত বোকো হারামের হামলার ২০ হাজার মানুষ নিহত ও ২৬ লাখ লোক বাস্তুহারা হয়েছে।

Exit mobile version