Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নাইজারে স্কুলে অগ্নিকাণ্ডে প্রাণ গেল ২৬ শিশুর, ৩ দিনের শোক

জগন্নাথপুর২৪ ডেস্ক::
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের বয়স পাঁচ থেকে ছয় বছরের মধ্যে। খবর এনডিটিভির।
এনডিটিভি ওই প্রতিবেদনে আরো জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দক্ষিণাঞ্চলীয় নাইজারে খড় ও কাঠ দিয়ে তৈরি স্কুলটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাস সাতেক আগেও রাজধানী নিয়ামেতে এ ধরনের ভয়াবহ ঘটনা ঘটেছিল।
মারাদি শহরের মেয়র চাইবো আবু বাকার অগ্নিকাণ্ডের ব্যাপারে বলেন, অগ্নিকাণ্ডে ২৬ জন শিশুর প্রাণ গেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে আরো ১৩ জন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বিশ্বের অন্যতম দরিদ্র দেশ নাইজারে বিদ্যালয়ের অবকাঠামো খুবই দুর্বল। শ্রেণিকক্ষের অভাবে অনেক সময় খোলা আকাশের নিচে পাঠদান হয়। আর যেসব শ্রেণিকক্ষ আছে, সেগুলোতেও শিক্ষার্থীরা গাদাগাদি করে থাকে।
কাঠ-খড়ের ভবন হওয়ায় প্রায়ই বিভিন্ন বিদ্যালয়ে আগুন লাগে। তবে সোমবারের ওই অগ্নিকাণ্ড বেশ বড় ধরনের। আজ মঙ্গলবার থেকে সে দেশে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

Exit mobile version