বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার অন্যতম জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়া হাওরের মাছুখালি বাঁধে মাটির বস্তা ও বাঁশের আড়ের পরিবর্তে জিওব্যাগ ব্যবহার করায় বাঁধ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ফলে হাওরের ফসলডুবির আশঙ্কায় শঙ্কিত স্থানীয় কৃষকরা।
সরেজমিন ঘুরে দেখা যায়, জগন্নাথপুর ও দিরাই উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া কামারখালি নদীপাড় ঘেঁষা নলুয়া হাওরের মাছুখালি বেড়িবাঁধের ৬ নং প্রকল্প সংস্কার কাজ করা হয়েছে। এ বাঁধে এবার বাঁশের আড় ও মাটির বস্তার বদলে জিও ব্যাগ দেওয়া হয়। এতে দুশ্চিতায় দেখা দেয় কৃষকদের মধ্যে। কৃষকরা বলছেন, পুরো হাওরের মধ্যে সবচেয়ে ঝুঁপিপূর্ণ হচ্ছে মাছুখালির বাঁধ। কারণ নদীর একদম মোহনায় বাঁধটি রয়েছে। নদীতে পানি আসার সঙ্গে চাপ বাড়বে বাঁধে। জেও ব্যাগ দিয়ে ঝুঁকি এড়ানো কঠিন হবে। বাঁশের আড় ও মাটির বস্তা দিয়ে টেকসই করতে করে গড়ে তুলে প্রয়োজন। অন্যতায় শঙ্কা থেকেই যাবে। ২০১৭ সালে হাওরের ফসল পাকার আগেই অকাল বন্যায় এ বাঁধ ভেঙে ফসলডুবির ঘটনা ঘটে। সর্বশেষ ২০২২ সালে নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গ বাঁধে একাধিকবার ফাটল দেখা দেয়। স্থানীয় কৃষকরা সপ্তাহব্যাপি স্বেচ্ছাশ্রমে দিনরাত কাজ করে বাঁধটি রক্ষা করেন।
হাওরে কথা হয় দাসনোওয়াগাঁও গ্রামের কৃষক গুনেন্দ্র দাসের সঙ্গে। তিনি বলেন, হাওরে এখন আধা কাঁচা ধানের শীষ দুলছে। আশাকরি এ সপ্তাহেই ধান পেকে যাবে। তবে মাছুকালি বাঁধে এবার বাঁশের আড় ও মাটির বস্তা না দেওয়া শঙ্কিত আমরা। কারণ নদীতে পানি আসার সঙ্গে সঙ্গে বাঁধে চাপ পড়বে। তাই উপযুক্ত সময় যদি বাঁধ টেকসই না করা হলে হাওরের ফসলডুবির শঙ্কা রয়েছে।
৬ নং প্রকল্পের সভাপতি শাহাদাত মিয়া বলেন, নীতিমালা অনুয়ায়ী আমরা নিদিষ্ট সময়ের মধ্যেই বাঁধের কাজ সম্পন্ন করেছি। তারপরও প্রতিদিন বাঁধ কাজ দেখাশুনা করছি। এ প্রকল্পের ০.৯২২ কিলোমিটার বেড়িবাঁধ মেরামতের জন্য ২৮ লাখ ৪৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে তিনি জানান।
হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এম এ কাদির বলেন, নলুয়ার হাওরের ধান দিয়ে সারাদেশের মানুষের তিন দিনের খাবার জোগাড় হয়।তাই এ ফসল রক্ষায় কোন ধরনের গাফলতি মেনে নেওয়া হবে না। তিনি বলেন, মাছুখানি বাঁধটি ঝুঁকিপূর্ণ। ঝুঁকি এড়াতে দ্রুত পদক্ষেপ প্রয়োজন। এছাড়া কিছু প্রকল্পের কাজের মান সন্তোষজনক না থাকায় এসব বাঁধের কাজের মান বাড়াতে পাউবোর দায়িত্বশীল ও ফসল রক্ষা বেড়িবাঁধ তদারক উপজেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাই।
পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল বলেন, হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। মাছুখালি বাঁধে বাঁশবস্তার বদলে আমরা জিও ফিল্টার ব্যাবহার করেছি। এছাড়াও ওই প্রকল্প এলাকায় একটি গর্ত ছিল সেটা ভরাট করে দেওয়ার কোন ঝুঁকির শঙ্কা নেই। বিশেষ প্রয়োজন হলে জরুরি ভিত্তিতে বস্তা ফেলার প্রস্তুতি রয়েছে। তিনি এ নিয়ে কৃষকদের আতঙ্কিত না হতে আহ্বান জানান।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ বলেন,পাউবোর নির্দেশনা অনুযায়ী বাঁধে জিও ফিল্টার ব্যবহার করা হয়েছে। তবুও বিষয়টি আমরা গুরুত্বকারে দেখছি। হাওররক্ষায় আমরা প্রয়োজনে সবধরণের পদক্ষেপ নেব।