ইনাতগঞ্জ সংবাদদাতা :নবীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সুন্দর আলীকে শহরের নতুন বাজারে পূবালী ব্যাংকের নিচে অতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে পতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধা সাড়ে ৬টার দিকে। আহত কাউন্সিলর সুন্দর আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহত সুন্দর আলী জানান, গত কিছু দিন পূর্বের একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে গতকাল সন্ধায় সুন্দর আলীকে শহরের নতুন বাজারে রুপালী ব্যাংকের নিচে একা পেয়ে নবীগঞ্জ পৌর এলাকার আনমুনু গ্রামের মৃত আ: রহিমের ছেলে সুহেদসহ ৪/৫ জনের একদল লোক দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুত্বর আহত করে। এ সময় তার শোর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে কাউন্সিলর সুন্দর আলীকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে গুরুত্বর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
Leave a Reply