Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন রাকিল সভাপতি

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ

 নবীগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন ঝাকজমকপুর্ণ ভাবে ২৯ ডিসেম্বর বুধবার জেলা পরিষদ ডাক বাংলোতে অনুষ্টিত হয়েছে। দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত একটানা ভোটারগন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । সকাল থেকে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ ছিল লক্ষ্যনীয়।
সভাপতি পদে রাকিল হোসেন, এম.এ আহমদ আজাদ, এম.এ বাছিত, মুরাদ আহমেদ  প্রতিদন্ধীতা করেন। এর মধ্যে রাকিল হোসেন ও
 এম.এ আহমদ আজাদ ১৪ টি করে সমান ভোট
পাওয়ায় ৩১ ডিসেম্বর শুক্রবার বেলা ২ টা থেকে ৪ টা পর্যন্ত  পুনরায় শুধু সভাপতি পদে সমান ভোট প্রাপ্ত ২ প্রার্থীর মধ্যে ভোট গ্রহনের সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন।
 কিন্তু ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে সভাপতি পদে প্রার্থী এম এ আহমদ আজাদ নির্বাচন কমিশনের নিকট পারিবারিক সমস্যা দেখিয়ে লিখিত আবেদন করে নির্বাচন থেকে সরে দাড়ান। তাই প্রধান  নির্বাচন কমিশনার ফজলুর রহমান ৩১ ডিসেম্বর শুক্রবার দুপুরে নবীগঞ্জ প্রেসক্লাব কার্য্যালয়ে সভাপতি পদে প্রতিদ্বন্ধী প্রার্থী রাকিল হোসেনকে বিজয়ী ঘোষনা করেন।
এ সময় বক্তব্য রাখেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল,সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী,আনোয়ার হোসেন মিঠু,সাইফুল জাহান চৌধুরী, মুরাদ আহমদ, বর্তমান সাধারন সম্পাদক সেলিম তালুকদার,সহকারী নির্বাচন কমিশনার মোঃ  সরওয়ার শিকদার,মোঃ শওকত আলী,নবনির্বাচিত সভাপতি রাকিল হোসেন,সহ সভাপতি এম এ মুহিত,সাধারন সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু,যুগ্ম সম্পাদক তৌহিদ চৌধুরী,অর্থ সম্পাদক মোজাহিদ আলম চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন,সাধারন সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী।  কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত সদস্যরা হলেন,পদাধিকার বলে উত্তম কুমার পাল হিমেল,মোঃ সেলিম তালুকদার, ভোটে নির্বাচিতরা হলেন, সলিল বরণ দাশ, এস.আর চৌধুরী সেলিম,এটি.এম জাকিরুল ইসলাম, ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, আশাহিদ আলী আশা নির্বাচিত হন ।
Exit mobile version