ইনাতগঞ্জ সংবাদদাতা : নবীগঞ্জ জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ দিবস পালিত হয়। “নিরাপদ পরিবেশ সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ” শে¬াগানকে সামনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামন থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । মহিলা বিষয়ক অফিসার ফাহমিদা ইয়াছমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রাশেদুজ্জামান, কৃষি অফিসার মোঃ দুলাল উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মনিরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আমিনুর রহমান সুমন।
Leave a Reply