রাকিল হোসেন নবীগঞ্জ থেকে: নবীগঞ্জ উপজেলা আনজুমানে আল ইসলাহ ও লতিফিয়া ক্বারী সোসাইটির সাবেক সভাপতি , আউশকান্দি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর পরিচালনা কমিটির সাবেক সদস্য বিশিষ্ট সমাজ সেবক সালিশ বিচারক এবং খলিফায়ে ফুলতলী মাওলানা আব্দুর রহিম চৌধুরী আর নেই। ইন্নালিল¬াহি…..রাজিউন) তার জানাজার নামাজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মরহুমের গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তার জানাজার নামাজে হাজার হাজার ধর্ম প্রান মুসলমান শরিক হন। মরহুমের জানাজার নামাজ পড়ান ফুলতলী পীর সাহেব হুজুরের নাতি গুফরান আহমদ চৌধুরী। জানাজার নামাজের পূর্বে মরহুমের কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এম,এ আহমদ আজাদ, হবিগঞ্জ জেলা আনজুমানে আল ইসলাহ নেতা মাৗলানা,কাজী হাসান আলী, নবীগঞ্জ উপজেলা আনজুমানে আল ইসলাহ সভাপতি মাওলানা এম,এ সবুর, লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি মাওলানা এম,এ নুর , দীঘলবাঁক ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, মরহুমের ছেলে জুনেদ চৌধুরী প্রমূখ।
উলে¬খ্য যে মরহুম মাওলানা আব্দুর রহিম চৌধুরীর মৃত্যূ কালে দুই ছেলে ও চার কন্যা স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
Leave a Reply