রাকিল হোসেন নবীগঞ্জ থেকে : নবীগঞ্জ বন্ধু মহল সু-হৃদ এর আয়োজনে ঔপন্যাসিক,গীতিকার,কবি কুতুব আফতাব ও কবি আফতাব আল মাহমুদ এর সাথে সু-হৃদ আড্ডায় মেতে উঠেছিলেন ৮৫সালের ব্যাচ এর প্রক্তন ছাত্ররা। অনুষ্ঠানটি পরিণত হয় মিলন মেলায়। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ফয়ছল শামীম চৌধুরী। পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবু সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ জে,কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম। বক্তব্য রাখেন,কবি কুতুব আফতাব,কবি আফতাব আল মাহমুদ,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান সেফু,সহকারী অধ্যাপক অশীম কুমার রায়,নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ আহমদ আজাদ,প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাকিল হোসেন,অধ্যাপক রেজাউল করিম,সাজিদুর রহমান,শিক্ষক রিপন দে,মোছাদ্দিক বকস চৌধুরী,সাইফুর রহমান,বিন্দু সূত্র ধর,বাদশা মিয়া,অভিজিৎ তালুকদার,প্রধান শিক্ষক প্রদীপ দাশ,অসিত পাল,ছালিক মিয়া,আবু বকস চৌধুরী এহিয়া,আতাউর রহমান,অনন্ত কুমার দাশ,নাসির উদ্দিন,হরিপদ দাশ,সাজিদুর করিম মজিদ,মনর উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে প্রায় ৩০ বছর পর স্কুল জীবনের বন্ধুদের কাছে পেয়ে তারা আবেগ প্রবণ হয়ে উঠেন। সভায় বক্তাগন প্রতি বছর এ ধরনের একটি অনুষ্টান আয়োজন করার আহবান জানান। আলোচনা সভা শেষে ঔপন্যাসিক,গীতিকার,কবি কুতুব আফতাব ও কবি আফতাব আল মাহমুদকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
Leave a Reply