নবীগঞ্জ প্রতিনিধি-নবীগঞ্জে চারটি গরু ও একটি পিকআপ ভ্যানসহ দুই গরু চোরকে আটক করেছে পুলিশ। আটককৃত গরু চোররা হল- উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুরা গ্রামের গেদা মিয়ার পুত্র সেফুল মিয়া (২৭) ও ঘোলডোবা ফতেহপুর গ্রামের আলফাজ মিয়ার পুত্র খাঁকন মিয়া (২৫)।
পুলিশ সূত্রে জানাযায়, গত গভীর রাতে ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডোবা গ্রামের আব্দুর রুপ মিয়ার গেয়ালঘর থেকে একটি ষাড় ও বানিউন গ্রামের রুহেল মিয়ার গোয়াল ঘর থেকে গাভীসহ তিনটি গরু চুরি করে একটি পিকআপ ভ্যানে করে নিয়ে যায়। খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁিড়র ইনর্চায ধর্মজিত সিনহার নেতৃত্বে একদল পুলিশ তাদের পিছনে হানা দেয় এক পর্যায়ে রাত পায় ৩টার দিকে নবীগঞ্জ-কাজির বাজার সড়কের মাধবপুর নামক স্থান থেকে চারটি গরু এবং ঢাকা মেট্রো- ১৬-৪৩২২ নম্বরের পিকআপ ভ্যানসহ সেফুল মিয়া ও খাঁকন মিয়াকে আটক করা হয়।
Leave a Reply