নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ষাটকাহন গ্রাম থেকে সোমবার দিন দুপুরে একটি গাভী চুরি করে নিয়ে যাওয়ার সময় ৩ চোরকে হাতেনাতে ধরে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
জানাযায়, সোমবার দুপুর ২টার দিকে উপজেলার ষাটকাহন গ্রামের মিঠু মিয়ার একটি গাভী তার বাড়ীর নিকটস্থ একটি মাঠ থেকে চুরি করে নিয়ে যায় ৩ চোর। নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাংলাবাজারের নিকট থেকে একটি গাড়ীতে তোলে নিয়ে পালানোর সময় উপজেলার বালিদ্বারা এলাকার আকল আলীর ছেলে আব্বাস মিয়া (২২), এনাতাবাদ গ্রামের আঃ বারিকের ছেলে রাজু মিয়া (২২) ও মাসুক মিয়ার ছেলে কুহিনুর মিয়া (২২)কে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করা হয়েছে। পরে গাভীটি মালিক মিঠু মিয়াকে ফেরত দেয় জনতা। এছাড়াও আটককৃতদের বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাইর অভিযোগ রয়েছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন।