রাকিল হোসেন নবীগঞ্জ, থেকে ঃ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু বলেছেন সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সরকার মহাসড়কে দুর্ঘটনারোধে ফিটনেসবিহীন গাড়িসহ অটোরিক্সা চলাচল বন্ধ করেছে। আগামীতে লাইসেন্সবিহীন কোন চালক গাড়ি চালাতে পারবেন না। সড়ক নিরাপত্তা আইন লঙ্গন করলে প্রসাশনের লোকজন দ্রুত ব্যবস্থা গ্রহন করবেন। মহাসড়কসহ বিভিন্ন সড়কে যাতে দূর্ঘটনারোধ করা যায় সেই জন্য নানারকম ওয়ার্কশপ ও সেমিনার করে জনগনকে সচেতন করে তুলতে হবে।তিনি ব্র্যাক আয়োজিত সড়ক নিরাপত্তা বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি একথা বলেন।নবীগঞ্জ উপজেলায় ব্র্যাকের উদ্যোগে“সড়কে নিরাপত্তা আমাদের অধিকার, বাস্তবায়নে চাই অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক বিষয়ে সর্বমহলে জনচেতনতা সৃষ্টি করতে ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসুচি ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ ইউনিটের উদ্যোগে গতকাল মঙ্গলবার নবীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে ”সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ: স্থানীয় পর্যায়ে করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো:আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী,এবং নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আনোয়ার হোসেন। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ব্র্যাক প্রতিনিধি মো: ফিরোজ। সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির ঢাকা প্রধান কার্যলয় এর ম্যানেজার অপূর্ব কুমার সাহা, মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন হাইওয়ে থানা,শেরপুর অফিসার ইনচার্জ মো: নুরুন্নবী সরকার, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, গোপলারবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:তফাজ্জুল হক, নবীগঞ্জ প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি ও সমকাল প্রতিনিধি এম.এ আহমদ আজাদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি প্রেস ক্লাব সম্পাদক সরওয়ার শিকদার, নবীগঞ্জ মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক মাহববুল আলম সুমন, ষ্টেশন ম্যানেজার, ফায়ার র্সাভিস এর মুহাম্মদ তৈয়ব আলী, বাউসা ইউপি চেয়ারম্যান মো: আনোয়ারুর রহমান, করগাঁও ইউপি চেয়ারম্যান ছাইমুদ্দিন, ভাকৈর ইউনিয়নের চেয়ারম্যান মেহের আলী মহালদার ও, নবীগঞ্জ থানার ওসি(তদন্ত) গৌরাঙ্গ চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,উপজেলা বিআরডিবি অফিসার বজলুর রহমান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক খান, উপজেলা ছাত্র সমাজ সভাপতি আব্দুল মতিন চৌধুরী, উপজেলা আনসার বিডিপি অফিসার আব্দুর রাজ্জাক,মতবিনিময় সভাটি পরিচালনা করেন ব্র্যাক নিরাপদ সড়ক আচরনবিধি প্রবর্তন প্রকল্পের ম্যাজেনাজর মো: মশিউর রহমান এবং উক্ত প্রকল্পের সিলেট অঞ্চলের সোশ্যাল কমিউনিকেটর পারভেজ কৈরী।