রাকিল হোসেন নবীগঞ্জ থেকে : ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেব পাড়া ইউনিয়নের বালিদ্বারা বাজার এলাকায় ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১২৯৪) ও প্রাইভেটকারের নং (সিলেট-ক-১১-০৩৪৫) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মহিলাসহ ৫জন নিহত হয়েছেন। সোমবার(১৫জুন) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের মধ্যে প্রাইভেটকারের চালক ছাড়াও ২ নারী ও ২ পুরুষ রয়েছেন।তবে তাৎক্ষনিকভাবে নিহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। খবর পেয়ে নবীগঞ্জ থানা ও গোপলার বাজার ফাঁড়ি পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে ফঁড়িতে রাখেন। পরে শেরপর হাইওয়ে পুলিশ লাশ ৫টি শেরপুর ফাড়িতে নিয়ে আসে। গোপলার বাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আরিফ উল¬াহ দুর্ঘটনায় ৫জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।