রাকিল হোসেন নবীগঞ্জ থেকে -নবীগঞ্জ উপজেলার পানিউমদা দক্ষিণপাড়ায় শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে জামাই লালন মিয়া খুনের ঘটনার মামলায় স্ত্রীসহ ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃস্পতিবার সন্ধায় তাদেরকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেতারকৃতরা হলো- নিহত লালন মিয়ার স্ত্রী শাকিরা বেগম (২৫) ও মৃত মজিদ মিয়ার ছেলে মোশাহীদ মিয়া (৩৫)।পুলিশ সূত্রে জানাযায়, পানিউমদা দক্ষিন পাড়া গ্রামের ফাতুর মিয়ার ছেলে লালন মিয়া গত ১৬ জুন রাতে শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে খুন হওয়ার ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে মামলা করলে আসামীরা বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। গত বৃহস্পতিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খানের তত্ত্বাবধানে ও এসআই আরিফ এবং এসআই সান মিয়ার নেতৃতে¦ একদল পুলিশ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে গ্রেফতার করে।
উলে¬খ্য, গত ১৬জুন লালন মিয়া রাত ৯টার দিকে লালন শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে কে বা কাহারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ক্ষত বিক্ষত করে পালিয়ে যায়। এ সময় তার সুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লালন মিয়ার শাশুড়ি রাজিয়া বেগমকে এর পরের দিন ১৭জুন বুধবার দুপুরে গ্রেফতার করে। পরে নিহতের পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে গত বৃহস্পতিবার সন্ধায় উলে¬খিতদের গ্রেফতার করা হয়।