নবীগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ-আউশকান্দি সড়কে সিএনজি যাত্রীকে চুরিকাঘাত করে ৬ লক্ষ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ছিনতাইয়ের শিকার আব্দুর রহিম (৫৮) কে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ছিনতাইয়ের শিকার আব্দুর রহিম উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত মান উল¬্যার পুত্র । উক্ত ঘটনায় নবীগঞ্জের সর্বত্র তুলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দুপুর প্রায় ১টার দিকে। ছিনতাইয়ের শিকার আব্দুর রহিম জানান, তিনি তার গ্রামের একটি সমিতির অর্থ সম্পাদক। গতকাল উলে¬খিত সময়ে বাড়ি থেকে মার্কেন্টাইল ব্যাংকে উক্ত সমিতির ৬ লক্ষ টাকা জমা রাখতে তিনি ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দপুর বাজার ষ্ট্যান্ড থেকে একটি সিএনজি অটোরিক্সা হবিগঞ্জ থ ১১- ৬০৮ যোগে নবীগঞ্জ শহরের উদ্দেশ্যে রওয়ানা দেন। আউশকান্দি কিবরিয়া চত্ত্বর পেরিয়ে যাওয়ার পরপরই ২টি মোটর সাইকেল ওই সিএনজির পিছু নেয়। পরে ওই সড়কের ভাঙ্গারপুল ও বাজকাশারা গ্রামের মধ্যবর্তী স্থানে মোটর সাইকেল আরোহী ৫ব্যক্তি সিএনজি অটোরিক্সাটি ব্যরিকেড দিয়ে আটক করে কোন কিছু বুঝে উঠার আগেই আব্দুর রহিমের হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার জন্য ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে তার বাম পায়ে ছুরিকাঘাত করে ব্যাগটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এসময় তিনি শোর চিৎকার করলেও ছিনতাইকারীরা মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। এ ব্যাপারে সিএনজি চালক একই উপজেলার রায়ঘর গ্রামের কারী মাহমদ আলীর পুত্র আহমদ আলী (২২) জানায়, যাত্রী আব্দুর রহিম ছাড়াও তার গাড়িতে আরো এক মহিলা ও এক পুরুষ যাত্রী ছিলেন। তবে, ওই যাত্রীরা নবীগঞ্জে না গিয়ে আবারো আউশকন্দির দিকে চলে আসে। এক প্রশ্নের জবাবে, সিএনজি চালক আহমদ আলী বলে, আমি ছিনতাইকারী কাউকে ছিনিনা। তবে, আমি ৩জন যাত্রী নিয়েই নবীগঞ্জের উদ্দেশ্যে রওনা হই। তবে, অনেকেই বলেন, নবীগঞ্জ এলাকার সিএনজিগুলি ৫জন যাত্রী ব্যতিত কখনোই ষ্ট্যাশন থেকে রিজার্ভ ছাড়া ছেড়ে যায় না। এনিয়েও নানা প্রশ্ন দেখা দি