জগন্নাথপুর২৪ ডেস্ক::
নবীগঞ্জ-রুদ্রগ্রাম আঞ্চলিক সড়কের বিজনা ব্রিজের নিকটে বেপরোয়াগতির টমটমের ধাক্কায় মাইশা আক্তার নামে আড়াই বছরের এক শিশু ঘটনাস্থেলে নিহত হয়েছে। মঙ্গলবার সাকাল সাড়ে ১১টায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নবীগঞ্জ-রুদ্রগ্রাম আঞ্চলিক সড়কের বিজনা ব্রিজের নিকটে বেপরোয়াগতির টমটমের ধাক্কায় মাইশা আক্তার নামে আড়াই বছরের এক শিশু ঘটনাস্থেলে নিহত হয়েছে। মঙ্গলবার সাকাল সাড়ে ১১টায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের রুদ্রগ্রাম রোডের চানপুর-কামিরাই রোডে ব্যাটারিচালিত দ্রুতগতির টমটমের ধাক্কায় কামিরাই গ্রামের খসরু মিয়ার আড়াই বছরের শিশুকন্যা মাইশা আক্তারের ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু ঘটে।
এ সময় উত্তেজিত জনতা টমটমটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে। নিহত মাইশার সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।