রাকিল হোসেন নবীগঞ্জ থেকে ঃ নবীগঞ্জে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় সেভ দ্যা চিল্ড্রেন এর অর্থ ও কারিগরী ব্যবস্থাপনায় আরডিআরএস বাংলাদেশ পরিচালিত শিখন কর্মসূচির সাফল্য উদযাপন ও প্রজেক্ট সমাপ্তিকরন সভা মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলানায়তনে অনুষ্ঠিত হয়। সিলেট অঞ্চল কর্মসূচি সমন¦য়কারী মোঃ ফরাজদুক ভ’ঞার সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষখ সমিতির যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেরা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি দীপ্তেন্দু নারায়ন রায়, সাধারন সম্পাদক মোঃ গোলাম রব্বানী, নবীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর ও প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, নবীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হাজ্বী মোঃ আব্দুল মুক্তাদীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোঃ জামসেদুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক মোঃ সেলিম মিয়া তালুকদার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, মোঃ আরিছ মিয়া, অজয় কুমার দাস, সায়মা সুলতানা প্রমূখ। অনুষ্ঠানে শিখন কর্মসূচির মুল প্রবন্ধ উপস্থাপন করেন ফিল্ড কো-অর্ডিনেটর সৈয়দ বদরুছ ছালেকীন। শিখন প্রোগামের উপর বক্তব্য রাখেন প্রদান শিক্ষক মোঃ আব্দুল ওয়াহিদ, প্রধান শিক্ষক রাহেলা খানম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মৌলানা আব্দাল করিম,গীতা পাঠ করেন কানাই লাল দাশ। এ সময় বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিখন কর্মসূচির শিক্ষক, শিক্ষার্থী , এসএমসি সভাপতি, অভিভাবক, আরডিআরএস এর প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। সভায় অতিথিগণ শিখন কর্মসূচির শিক্ষাদান পদ্ধতির প্রশংসা করেন এবং নবীগঞ্জ উপজেলায় ঝরেপড়া ও বিদ্যালয় বহির্ভূত শিক্ষার্থীদের শিক্ষার আওতায় নিয়ে আসায় ধন্যবাদ জানান। বক্তাগণ এরকম উপানুষ্ঠানিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য কর্তৃপক্ষের প্রতি আবেদন জানান।