রাকিল হোসেন : হবিগঞ্জের নবীগঞ্জ- আউশকান্দি সড়কের কুর্শি ইউনিয়নের ভাঙ্গারপুল নামক স্থানে রবিবার বিকেলে স্কুল থেকে বাড়ী ফেরার পথে ইমা গাড়ীর নিছে ছাপা পড়ে অপি আক্তার (১৩) নামে ৮ শ্রেণীর এক এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ছাত্র/ছাত্রীরা রাস্তা অবরোধ করে রাখে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রন করলে যানচলাচল স্বাভাবিক করে। সে বানিয়াচং উপজেলার ফয়জুল হকের কন্যা। সে তার মামার বাড়ী বাজখাশারা গ্রামে থেকে সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ে পড়া লেখা করতো।
জানাযায়, বিকেল ৪টার দিকে বাংলা বাজার সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপি আক্তার স্কুল ছুটির পর তার মামার বাড়ী বাজখাশারা গ্রামে যাওয়ার উদ্যেশ্যে পায়ে হেটে রওয়ানা দেয়। পথি মধ্যে আউশকান্দি থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাতনামা ইমা পরিবহনের গাড়ী ভাঙ্গারপুল নামক স্থানে থাকে ছাপা দেয়। এ সময় অপিকে রাস্তায় ফেলে সুচুতর ইমা চালক গাড়ী নিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন ও স্কুলের ছাত্র/ছাত্রী এসে তাকে উদ্বার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় স্কুলের ছাত্র/ছাত্রী ও স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে প্রায় ১ ঘন্টা সময় রাস্তা অবরোধ করে রাখে। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।