Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে মরহুম সাংবাদিক এটিএম খেজুর’র বাসভবনে আওয়ামীলীগ নেতা মিলাদ গাজী

ইনাতগঞ্জ(নবীগঞ্জ,হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জে খ্যাতিমান সাংবাদিক নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম নুরুল ইসলাম খেজুরের শোর্কাত পরিবারের সদস্যদের শান্তনা দিতে প্রাক্তন মন্ত্রী ও সাবেক এমপি মরহুম দেওয়ান ফরিদ গাজীর তনয় শাহনেওয়াজ মিলাদ গাজী গতকাল বুধবার বিকালে তাদের বাসায় যান। এ সময় তিনি মরহুমের অবুঝ সন্তান, স্ত্রী, বৃদ্ধ মাতা ও ভাই-বোনদের প্রতি সহানুভুতি প্রকাশ করেন। আওয়ামীলীগের অন্যতম নেতা জনাব শাহনেওয়াজ মিলাদ গাজী মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞানপ করে বলেন, সাংবাদিক এটিএম নুরুল ইসলাম খেজুর একজন প্রতিবাদী কন্ঠস্বর ছিল। তার লিখনির মাধ্যমে সমাজ ব্যবস্থার অনেক উন্নতি সাধিত হয়েছে। তিনি তার অবুঝ সন্তানসহ অসহায় পরিবারের সূখ, দুঃখের পাশের থাকার প্রতিশ্র“তি ব্যক্ত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন মিঠু, প্রেসক্লাবের সহ-সভাপতি আশাহিদ আলী আশা, যুবলীগ নেতা শাহ গুল আহমদ কাজল, বিশিষ্ট মুরুব্বী আব্দুল আহাদ মাষ্টার, আব্দুল আজিজ, রুবেল মিয়া, মরহুম খেজুর’র ছোট ভাই জাকিরুল ইসলাম জাকির, সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমূখ।

Exit mobile version