জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জের নবীগঞ্জে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের মো. পেছন মিয়া (৬৫) মঙ্গলবার (২০ এপ্রিল) তার নিজ বাড়িতে দরজা বন্ধ করে ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, পেছন মিয়া দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকালে তিনি তার স্ত্রীকে দুধ দিয়ে উনার নাতনির জন্য ছেলের শশুর বাড়িতে পাঠান।
পরে বেলা ১১টায় উনার স্ত্রী বাড়িতে ফিরে এসে দরজা বন্ধ দেখতে পান। দীর্ঘ সময় ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে পরে পার্শ্ববর্তী প্রতিবেশীদের সহযোগিতায় দরজা খুলে তাকে ঘরের তীরের সাথে ঝুলে থাকতে দেখেন।
পরবর্তীতে নবীগঞ্জ থানায় খবর দিলে নবীগঞ্জ থানার এস.আই সম্রাটের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্হলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।