1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
নবীগঞ্জে বৃদ্ধি পাচ্ছে সাইবার ক্রাইম ফেইসবুক আইডির বিরুদ্ধে সাংবাদিক আজাদের জিডি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন

নবীগঞ্জে বৃদ্ধি পাচ্ছে সাইবার ক্রাইম ফেইসবুক আইডির বিরুদ্ধে সাংবাদিক আজাদের জিডি

  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৪৯ Time View

ইনাতগঞ্জ সংবাদদাতা : নবীগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে সাইবার ক্রাইম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন নামে ফেইক আইডি ব্যবহার করে সামাজিক রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে মনগড়া বানানো সাজানো ও মানহানিকর গল্প লেখা হচ্ছে। প্রশাসনের সঠিক নজরদারী না থাকায় এতে সাইবার ক্রাইমাররা বেপরোয়া উঠে। এবার নবীগঞ্জের স্বনামধন্য পুরুস্কারপ্রাপ্ত সাংবাদিক এম,এ আহমদ আজাদকে নিয়ে নাদিমুল ইসলাম নামে একটি ভূয়া লাইক পেইজ আইডি থেকে সাজানো কাল্পনিক ও মানহানিকর বক্তব্য ছবিসহ পোষ্ট করে ফেইসবুকে এতে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের নজরে আসলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে উপজেলার সর্বত্র। এ ব্যাপারে সাংবাদিক আহমদ আজাদ বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ইতিপূর্বে উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতা ও সিনিয়র সাংবাদিকদের একাধিক বার ভূয়া ফেইসবুক আইডি থেকে বিভিন্ন অপপ্রচার মুলক মানহানিকর লেখা পোষ্ট করা হয়। বিশেষ করে নবীগঞ্জ শহর ও আউশকান্দি এলাকায় একটি চক্র এসব সাইবার ক্রাইমের মাধ্যমে নানা রকম অপরাধ মুলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে অহরহ ভাবে। তারা নিজেদের নাম পরিচয় গোপন করে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে ধরাছোয়ার বাহিরে থেকে। এব্যাপারে র‌্যাব ও পুলিশ প্রশাসনের নজরদারী জরুরী বলে সচেতন মহল মনে করছেন। নবীগঞ্জ থানায় সাধারন ডায়েরী প্রেক্ষিতে নবীগঞ্জ ওসি তদন্ত গৌর চন্দ্র মজুমদার কে তদন্ত মূলক এসব ফেইক আইডিতে লেখা শেয়ারকারী বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এব্যাপারে নবীগঞ্জ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সাইবার অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনের তড়িৎ প্রদক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে সাংবাদিক নেতৃবৃন্দ জোরদাবি জানিয়েছেন। সম্প্রতি এসব ভূয়া আইডি ব্যবহারকারীদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় কয়েকটি মামলা ও আসামী গ্রেফতার হয়েছে । তাই কিছু দিন এসব ভূয়া আইডি ব্যবহারকারী দুবৃত্তরা নিরব থাকলেও এখন বেপরোয়া হয়ে উঠেছে। এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খান বলেন, অপরাধি যে বা যারাই হউক আইনের উর্ধ্বে কেউ নন। সাংবাদিকদের বিরুদ্ধে শত্র“তা থাকতে পারে এটা স্বাভাবিক কিন্তু একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক এম,এ আহমদ আজাদ এর বিরুদ্ধে নানা আপত্তিকর বক্তব্য পোষ্ট ও শেয়ারকারীদের বিরুদ্ধে পুলিশ তদন্ত মুলক ব্যবস্থা নিবে। ইতি মধ্যে সাধারণ ডায়েরী থানায় রের্কড করা হয়েে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com