রাকিল হোসেন নবীগঞ্জ থেকে: প্রায় ৩ কোটি ১৫ লক্ষ টাকা ব্যায়ে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ (নাদামপুর)- কুর্শি রাস্তা পুনর্বাসন কাজের আনুষ্টানিক ভাবে উদ্বোধন করেছেন হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, উপজেলা এলজিইডির প্রকৌশলী সৈয়দুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, উপজেলা পরিষদের মহিলা সদস্য মরিয়ম বেগম, উপ-সহকারী প্রকৌশলী সিরাজ মুল্লাহ, ইউপি মেম্বার ফারছু মিয়া, সাবেক মেম্বার চুনু মিয়া, জেলা জাপা নেতা শেখ ফয়জুল ইসলাম দিনু, উপজেলা যুবসংহতির যুগ্ম সম্পাদক নাসির চৌধুরী, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল কাহার, যুবলীগ নেতা আব্দুল বাছিত চৌধুরী, মুস্তাফিজুর রহমান জাহেদ, কেন্দ্রীয় ছাত্রসমাজের সদস্য এম এ মতিন চৌধুরী, বিশিষ্ট মুরব্বি সিরাজ মিয়া, শেখ মহশিন আহমদ, মুজেফর আলী, মালিক সমিতি নেতা আশরাফ আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা আল আমিন খান, ডিগ্রি কলেজ শাখা ছাত্রসমাজের সভাপতি নিয়ামুল করিম অপু প্রমুখ। উদ্বোধন কালে মোনাজাত পরিচালনা করেন তাহিরপুর ন মৌজা ইত্তেফাকিয়া সুন্নিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ তালুকদার।
Leave a Reply