রাকিল হোসেন: নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামে প্রতিপক্ষের লোকজনের হামলায় ওয়াছির মিয়ার স্ত্রী মগল বিবি (৫০) নামের এক গৃহবধুর খুন হয়েছে। গত রবিবার দিবাগত রাত ১ ঘটিকায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খান স্থানীয় জনতার হাতে আটক হওয়া কাজল মিয়ার ছেলে অজুদ মিয়া (৩০) ও তার স্ত্রী লাকি বেগম (২৬)কে গ্রেফতার করে। খবর পেয়ে অপর আসামীরা পালিয়ে যায়।
জানাযায়, নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের নিহত মগল বিবির সাথে একই গ্রামের কবির মিয়া, আলতা মিয়া, কাজল মিয়া গং দের বাড়ির সিমানা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরুধ চলে আসছিল। এনিয়ে প্রায় ৬ মাস পূর্বে পৌর কাউন্সিলর ছাবির আহমেদর উপস্থিতিতে নিরীহ মগল বিবির উপর চড়াও ঘাতকরা মারপিট করেছিল। গত রবিবার সকাল ৭ টায় পরিকল্পিতভাবে মগল বিবির চারা গাছ কেটে ফেলে। মগল বিবি এর প্রতিবাদ করলে ৮/১০জনের এক দল লোক মগল বিবিকে এলোপাতারিভাবে মারপিট করলে সে মাটিতে লুঠে পড়ে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় উপরে উলে¬খিত সময়ে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ এবং শোকের ছায়া নেমে আসে।