নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পাহাড়ী অঞ্চলখ্যাত দিনারপুর এলাকার পানিউমদা ইউনিয়নের পানিউমদা পূর্বপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে সালামত মিয়া (২৪) নামে এক যুবক বিষপান করে ২দিন মুত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গত শুক্রবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে।
সুত্রে জানাযায়, উপজেলার পানিউমদা পুর্বপাড়া গ্রামের শাওন মিয়ার ছেলে সালামত মিয়া পারিবারিক কলহের জের ধরে গত বৃহস্পতিবার সকালে বাড়ীর সকলের অগোচরে বিষপান ছটফট করতে তাকে। বাড়ীর লোকজন তাকে উদ্বার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা বেগতিক দেখে সিলেট ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার রাতে মৃত্যু বরণ করে।