Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম থেকে নিখোঁজের ৩ দিন পর মিনহাজ মিয়া (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে উপজেলার কুর্শি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে শিশু মিনহাজের নানার বাড়ির পার্শ্ববর্তী ডুবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মিনহাজ মিয়া উপজেলার বড় ভাকৈর (পশ্চিম)  ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত আতিক উল্লাহর ছেলে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ জানান, শিশু মিনহাজ ৩ দিন আগে নিখোঁজ হয়। নিখোঁজের বিষয়ে নবীগঞ্জ থানায় জিডি (সাধারণ ডায়রি) করা হয়। জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে। এক পর্যায়ে বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

Exit mobile version