Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে নতুন মেয়রের দায়িত্ব গ্রহন

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে:ব্যপক উৎসাহ উদ্দিপনা ও উৎসবমূখর পরিবেশে নবীগঞ্জের নব নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী দায়িত্ব গ্রহন করেছে। সোমবার সকালে নবীগঞ্জ পৌরসভার কার্যালয়ের মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে মিষ্টি বিতরনীর মধ্য দিয়ে তিনি দায়িত্ব গ্রহন করেন। পৌরসভার সহকারী প্রকৌশলি ভবি মজুমদারের সভাপতিত্বে ও অনুষ্ঠানটি পরিচালনা করেন ৩য় বারের মতো নির্বাচিত কাউন্সিলর বিশিষ্ট সাংবাদিক এটিএম সালাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক এমপি জেলা বিএনপির সহ-সভাপতি শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, থানা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান সেফু। এতে বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান আঃ মুক্তাদির চৌধুরী, আনোয়ারুর রহমান, সৈয়দ খালেদুর রহমান খালেদ, ছালিক মিয়া, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর, নব-নির্বাচিত কাউন্সিলর আব্দুস সালাম, বাবুল চন্দ্র দাশ, ৪ বারের নির্বাচিত কাউন্সিলর আলা উদ্দিন, সাবেক কাউন্সিলর শাহ রিজভী আহমেদ খালেদ, রুহুল আমীন রফু, নব-নির্বাচিত কাউন্সিলর জাকির হোসেন, কবির মিয়া, জাহেদ চৌধুরী, প্রানেশ দেব আরো অনেকেই। স্বাগত্ব বক্তব্য রাখেন, পৌরসভার সহকারী প্রকৌশলি ও ভারপ্রাপ্ত সচিব ভবি মজুমদার।শুভেচ্ছা বক্তব্য রাখেন- সাবেক কাউন্সিলর যুবরাজ গোপ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন পৌরসভার কর আদায়কারী ইকবাল আহমদ ও গীতাপাঠ করেন সুকেশ চক্রবর্ত্তী। নতুন মেয়রকে নিয়ে কবিতা আবৃতি করে পৃথিশ চক্রবর্ত্তী। সভা শেষে মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে বিভিন্ন সংঘঠনের পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Exit mobile version