রাকিল হোসেন নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকে : নবীগঞ্জে দ্রাম্রমান আদালত পরিচালনাকালে ৩টি ব্যবসা প্রতিষ্টানকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্টানগুলো হচ্ছে নবীগঞ্জের গোল্ড ফিল্ড,জালালাবাদ ব্রিকস,ও কসবা এলাকার একটি ব্রিকস ফিল্ড। গত বুধবার নির্বার্হী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন ও উম্মে কুলসুমের নেতৃত্বে পৃথক দ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।