Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় ১ ব্যক্তি খুন

রাকিল হোসেন:: নবীগঞ্জ উপজেলার পাহাড়ি নির্জন এলাকা পানিউমদা ইউনিয়নের পানিউমদা দক্ষিন পাড়া গ্রামে মঙ্গলবার রাতে নিজ বাড়ীর সামনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে খুন হয়েছে লালন মিয়া (৩০) নামে এক ব্যক্তি। সে ওই গ্রামের ফাতুর মিয়ার ছেলে। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে পোষ্টমর্টেম রিপোর্টের জন্য লাশ মর্গে প্রেরন করেছে। এলাকাবাসী সুত্রে জানাযায়, উপজেলার পানিউমদা দক্ষিন পাড়া গ্রামের ফাতুর মিয়ার ছেলে লালন মিয়াকে তার প্রথম স্ত্রী ১ সন্তান রেখে পারিবারিক কলহের জের ধরে প্রায় বছর খানেক পুর্বে সে চলে যায়। এর কিছু দিন পরেই সে একই গ্রামের মুফতির কন্যাকে বিয়ে করে। দাম্পত্য জিবন তাদের ভালই চলছিল। মাঝে মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝসড়াজাটি হতো। সর্বশেষ গত মঙ্গলবার তার স্ত্রীর সাথে ঝগড়া হলে সে ওই দিনই বিকেলে বেলায় তার শশুর বাড়ী গিয়ে তার শশুর মুফতির মিয়ার নিকট বিচার প্রার্থী হয়। এক পর্যায়ে তার শশুর এর কোন সমাধা দিতে না পারায় শশুরের সাথে তর্কবিতর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে সে শশুরকে মারধোর করে বাড়ীতে চলে আসে। এ অবস্থায় রাত ৯টার দিকে সে তার বাড়ীর সামনে দাড়িয়ে থাকা অবস্থায় কে বা কাহারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ক্ষত বিক্ষত করে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনার খবর পেয়ে গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য এস আই আরিফ উল¬াহর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এবং ঘটনাকারীদের গ্রেফতারের জন্য অভিযান চালায়।

Exit mobile version