রাকিল হোসেন : নবীগঞ্জ উপজেলায় পবিত্র আশুরা উপলক্ষে মরছিয়া দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ২০জন আহত হয়েছে। গুরুতর আহত ৮জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাত সাড়ে ১১টার সময় এ ঘটনাটি ঘটে। জানা যায়,নবীগঞ্জ পৌর এলাকার হরিপুর(ফিরোজপুর)মোকাম বাড়িতে জারি ও মরছিয়ার আয়োজন করা হয়। অনুষ্টান স্থলে হরিপুর গ্রামের এংরাজ মিয়া ও ফিরোজপুর গ্রামের তোফাজ্ঝল মিয়ার মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ১৫জন আহত হন। গুরুতর আহত সাদ্দাম মিয়া(২৫),আল আমীন(২৩),ইমরান মিয়া(১৫),শহীদ(৪০),রতিউল¬া(৪৬),রিংকু(২৫),তোফাজ্জল(২৫),ইমরান(১৬),আলা উদ্দিন(৪৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের অন্যান্য স্থানে চিকিৎসা প্রদান করা হয়েছে।
Leave a Reply