ইনাতগঞ্জ(নবীগঞ্জ,হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায়, স্কুল ছাত্র ও মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। আহতদের মধ্যে ৩ জনকে সিলটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকিদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স ও প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় ও আহতদের সূত্রে জানাযায়, উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা গ্রামের আঃ মজিদ মিয়ার স্ত্রী মজিদা বেগমের পালিত একটি হাঁস সকাল বেলা স্থানীয় একটি নদীর তীরে ছেড়ে দিয়েছিলেন পরে তিনি আর খোজে পাচ্ছিলেননা। বিভিন্ন স্থানে খুজতে থাকেন, এক পর্যায়ে হাসঁটি তিনি একই গ্রামের জিগির আলীর বাড়িতে বন্দি আছে বলে জানতে পারেন। পরে মজিদা বেগম জিগির আলীর বাড়িতে গিয়ে দেখেন হাসঁটি বন্দি করে রাখা হয়েছে। এসময় মাজেদা বেগম তার সাথে থাকা লোকজন হাসঁটিকে কেন আটক করে রাখা হয়েছে জানতে চাইলে জিগির আলীর স্ত্রী বলেন হাঁসটি তাদের। উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় লোকজন এসে বিভিন্ন প্রমানের মাধ্যমে হাঁসটি মাজেদা বেগমকে দিয়ে দেন। পরে মাজেদা বেগম হাঁসটি নিয়ে বিচার প্রার্থী হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমানের বাড়িতে গেলে চেয়ারম্যান বাড়িতে না থাকায় তারা ফিরে তাদের বাড়ির উদ্যোশে রউনা হন। চেয়ারম্যানের বাড়ি থেকে ফেরার পথে মজিদা বেগম ও তার সাথে থাকা লোকজনের উপর দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় ছিতার আলী, জিগির আলীগংরা। মজিদা বেগমের উপর হামলার খবর শুনে তাকে উদ্ধার করতে এসে হামলার শিকার হন স্বজনরা। আহতদের মধ্যে গৃহবধূ মজিদা বেগম (৩৫), আঃ জব্বার (২৪), ও মানিকজান বেগম (৪০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। অপর আহত পানিউমদা হাই স্কুলের ছাত্র এসএসসি পরীক্ষার্থী আঃ হামিদ ( ১৭), ৬ষ্ঠ শেণীর ছাত্রী পপি বেগম (১২), ৫ম শেনীর ছাত্র মিলাদ মিয়া (১০), গৃহবধূ লিপি বেগম (২২) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
Leave a Reply