রাকিল হোসেন নবীগঞ্জ থেকে : নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে হাইয়েস গাড়ী ও পিকআপের মুখোমুঁখি সংঘর্ষে ৩জন আহত হয়েছেন। গুরুতর আহত আব্দুল কাইয়ুমকে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। অপর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার সকালে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের সবজি ব্যবসায়ী আব্দুল কাইয়ুম(৪৮) ও তার সঙ্গী ফুলজার উদ্দিন(৩০)কে সাথে নিয়ে একটি পিকআপ গাড়ী নিয়ে সবজি ক্রয় করতে মেলা বাজার যাচ্ছিলেন। তাদের পিকআপটি ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের জালালপুর নামক স্থানে গিয়ে পৌছলে চলন্ত একটি হাইয়েস গাড়ী মুখোঁমুখিঁ সংঘর্ষ হয়। এ সময় পিকআপটি দুমড়ে-মুছড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের হাসপাতালে প্রেরন করেন। রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে আহত আব্দুল কাইয়ুম এর মহাজন সিরাজ উদ্দিন জানান,আব্দুল কাইয়ুম এর অবস্থা আশংকাজন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত তার জ্ঞান ফিরে আসেনি। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ হাইয়েস গাড়ীটি আটক করে থানায় নিয়ে যায়।