রাকিল হোসেন: নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর গ্রামে একটি ডুবাতে গতকাল বিকালে এক নবজাতক শিশুর মৃত দেহ পানিতে ভাসতে দেখা গেছে। খবর পেয়ে রাত সাড়ে ১১টার সময় পুলিশ লাশ উদ্ধার করেছে।
এলাকাবাসীর সূত্রে জানাযায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর গ্রামের হযরত দৌলতশাহ (রঃ) এর মাজার সংলগ্ন একটি ডুবায় বুধবার বিকালে গ্রামবাসী একটি নবজাতক শিশুর লাশ পানিতে ভাসতে দেখেন। এলাকাবাসী ধারনা করছেন, হয়তো কারো অবৈধ সর্ম্পকের পাপের ফসল এই নবজাতক। নিজেদের পাপকে ঢাকতে গিয়ে এই নবজাতক শিশুকে হত্যা করে ওই ডুবাতে ফেলে রাখা হয়েছে। ওই লাশ দেখতে এলাকাবাসী ওই স্থানে ভীড় জমিয়েছেন। অনেকেই বলছেন, কে সেই নবজাতকের খুনি ও জন্মদাতা?। ওদের খোজে বের করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই ধর্মজিৎ সিনহা বিষয়টি সত্যতা নিশ্চিত করে শিশুটির মৃত দেহ উদ্ধার করা হয়েছে বলে জানান।