Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় আইনজীবি গ্রেফতার

রাকিল হোসেন -হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় বাকৈর গ্রামে দুই শিশু সন্তানসহ গৃহবধু হত্যা মামলার আসামী শিক্ষানুবিশ আইনজীবি উপজেলার বড় ভাকৈর গ্রামের মৃত নাসির উদ্দিন এর পুত্র কুতুব উদ্দিনকে গত শুক্রবার সন্ধায় হবিগঞ্জ আশরাফ জাহান কমপে¬ক্সের সামন থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ডিবি এসআই ইকবাল বাহার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
উলে¬খ্য,গত ২২ জানুয়ারী বড় ভাকৈর গ্রামের কৃষক ফরিদ উদ্দিন এর স্ত্রী রোমেনা খাতুন(৩০) মেয়ে মুসলিমা খাতুন(৭) ও ছেলে মুছা (৫) এর রহশ্যজনক মৃত্যু হয়। গৃহবধুর লাশ বাড়ির পুকুর পাড়ের জারুল গাছের সাথে ঝুলন্ত এবং দুই শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়।বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে কুতুব উদ্দিনকে আসামী করা হয়।

Exit mobile version